পেট্রাপোল চেকপোস্টে ৩২ লাখ টাকার ওষুধ উদ্ধার


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৫ নভেম্বর ২০১৫

হেরোইন, সোনার বিস্কুট, কোকেনের পরে এবার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে তল্লাশি চালানোর সময় বুধবার সন্ধ্যায় ৩২ লাখ ৩০ হাজার টাকার ওষুধ বাজেয়াপ্ত করেন বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বিএসএফের দাবি, তাদের কাছে খবর ছিল পেট্রাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ওষুধ পাচারকারীরা বাংলাদেশে নিয়ে যাবে। তারপরেই বিএসএফের একটি অভিযান দল তৈরি করে তল্লাশিতে নামে। সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ পাহারারত জওয়ানরা দেখতে পান, কিছু লোক বড় একটি ব্যাগ নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। বিএসএফ জওয়ানরা তাড়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ব্যাগটি পেট্রাপোল ক্যাম্পে এনে তল্লাশি করে ওই ব্যাগ থেকে ৬ হাজার ৮৩২টি ইঞ্জেকশন এবং ৫৭০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের দাম ৩২ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া ওষুধ শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে বলে তারা জানান।
 
এর আগে ৩১ অক্টোবর ভারতের পেট্রাপোল চেকপোস্টে এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করে ভারতীয় কাস্টমস। তার আগে ২৮ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের একটি ট্রাক থেকে ৬৫০ লাখ ডলার মূল্যের দশ কেজি কোকেন আটক করে বিএসএফ।

ট্রাকটি বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য নামিয়ে ওপারের পেট্রাপোলে ঢুকেছিল বলে বিএসএফ জানায়। এ ঘটনায় ওই ট্রাক চালক সুমন শৈলকে আটকও করা হয়।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় ও তাদের সীমান্তে। আমাদের জানা নেই।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।