জাবিতে মাইক্রোবাসের ধাক্কায় দুই ছাত্রীসহ আহত ৩


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের মাইক্রোবাসের ধাক্কায় ক্যাম্পাসের দুই ছাত্রীসহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (৪১ তম ব্যাচ) শিক্ষার্থী ও জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী ফারজানা দৌলা ও সুস্মিতা বৃষ্টি ক্লাসে রিকশাযোগে যাচ্ছিলেন। অমর একুশের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় রিকশা চালকসহ তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজেজা জহুরা জানান, ফারজানা দৌলার হাতের আঙুল ও দা এবং সুস্মিতা বৃষ্টির চোখ গুরুতর জখম হয়েছে। এছাড়া তারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

মাইক্রোবাসের চালক জহিরুল জানান, তারা প্রাইভেট কারটি এক পরিচিত ড্রাইভারের কাছ থেকে নিয়ে ক্যাম্পাসে আসে। এদের মধ্যে আবু বকর সাভার মডেল কলেজ ও জহিরুল কলেজ অব ফিন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী।

ক্যাম্পাসের মধ্যে সে নিজেই গাড়ি চালাচ্ছিল বলে সে জানিয়েছে জহিরুল। তবে তার কোনো বৈধ লাইসেন্স নেই।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল জানান, দুর্ঘটনার পর অভিযুক্তদের আটক করা হয়েছিল। পরে বিকাল ৫টার দিকে অভিভাবকরা এসে ক্ষতিপূরণসহ মুচলেকা দিয়ে তাদের নিয়ে গেছে।

হাফিজুর রহমান/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।