বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাঁপানি ও মারাত্মক পেটের পীড়ায় তিনি ভুগছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। ১৯৯৭ সালে এই সাংবাদিক রাষ্ট্রীয় রোকেয়া পদক, ২০০০ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর ফেলোসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন নূরজাহান। তার ডাক নাম নূরী।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।