আজকের এইদিনে : নভেম্বর ৪
১৫৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীয় চিত্রশিল্পী গুইদো রেনির জন্ম।
১৬১৮ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেবের জন্ম।
১৭৭১ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারির মৃত্যু।
১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন নিহত হন।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্ম।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।
১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।
১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্ম।
১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে ডেমোক্রেটিক পার্টির বিল কিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন ইসরাইলী প্রধানমন্ত্রী ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে লেখক সাংবাদিক রণেশ দাশগুপ্তের মৃত্যু।
এসইউ/এইচআর/এআরএস/আরআইপি