হিমালয়ের বুকে বিশ্বের উচ্চতম রেলসেতু


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১২ জুলাই ২০১৪

বিশ্বের উচ্চতম রেলসেতু নির্মিত হচ্ছে ভারতে। ভারতের জম্মুতে হিমালয়ের বুকে ইতোমধ্যেই নির্মাণ কাজ শুরু করেছেন দেশটির ইঞ্জিনিয়াররা। ২০১৬ সালে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সেতুটির উচ্চতা আনুমানিক ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট)। যা আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচু হবে বলে জানা গেছে। বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে সেতুটি চিনের বেইপানজিয়াং নদীর উপর অবস্থিত। এটি উচ্চতায় ২৭৫ মিটার।

আর্চ আকৃতির স্টিলের তৈরি এই সেতু নির্মিত হচ্ছে চেনাব নদীর উপর। এটি উত্তর জম্মু-কাশ্মীরের বিভিন্ন পার্বত্য অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। এর ফলে দুই স্থানের মধ্যে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০০২ সালে সেতুটির নির্মাণের কাজ শুরু হলেও ২০০৮ সালে ওই অঞ্চলের তীব্র বাতাসের কারণে বন্ধ রাখা হয়েছিল নির্মাণ কাজ। ২০১০ সালে ফের ভারতের কেন্দ্রীয় সরকার সেতু নির্মাণের জন্য সবুজ সংকেত দেয়। সূত্র: জি নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।