মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মানুষের সঙ্গে কী হয়!


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মরণাপন্ন মানুষ নাকি তার মরে যাওয়া প্রিয় ব্যক্তি, বন্ধু, বা আত্মীয়কে দেখতে পান বলে ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানীদের করা এক সমীক্ষায় দাবি করা হয়েছে। মৃত্যু যত কাছে আসে মরনাপন্ন মানুষ মৃত ব্যক্তিকে বেশি করে দেখতে পান। খবর জি-নিউজ।
 
সমীক্ষায় দাবি করা হয়েছে, ৬৬ জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রাখা হয়। তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা মারা গিয়েছেন বলে মরণাপন্ন ব্যক্তিরা স্বীকার করছেন ।মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই স্বজনরাই রয়েছেন। এমন কথা বলার পর তারা মারা গিয়েছেন। মৃত্যুর মাসখানেক আগ থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন বলেও সমীক্ষার প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানীদের সমীক্ষার প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মৃত্যুর আগে মানুষের সঙ্গে ঠিক কী হয় তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে। অনেকেই দাবি করেছিলেন মরণাপন্ন ব্যক্তিরা নাকি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন। তবে এমন প্রতিবেদন এর আগে কখনও প্রকাশিত হয়নি।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।