ডেঙ্গুর প্রতিষেধক টিকা আবিষ্কার
মশাবাহিত ডেঙ্গু রোগের প্রতিষেধক টিকা আবিষ্কারে প্রথমবারের মতো বড় ধরনের সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে এশিয়ার পাঁচটি অঞ্চলে দুই থেকে ১৪ বছর বয়সী ৬ হাজার শিশুর ওপর টিকাটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এতে ৫৬ শতাংশ শিশুর ডেঙ্গু প্রতিরোধের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
বর্তমানে এ রোগটির কার্যকর কোনো প্রতিষেধক নেই। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। মশাবাহিত এ রোগে প্রতি বছর ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হন।
এ গবেষণায় অর্থ যোগানদাতা প্রতিষ্ঠান সানোফি-প্যাস্টিউর জানিয়েছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের কার্যকারিতা পরীক্ষা শেষে টিকাটির অনুমোদনের জন্য আবেদন করবে তারা।