স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
নীলফামারীর ডিমলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে একই এলাকার মনছুর আলীর ছেলে বিপ্লব হোসেন নান্নু (৩০) উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার সময় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বিপ্লব। এ সময় ছাত্রীটির আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিপ্লব পালিয়ে যায়।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানায়, ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিপ্লবকে আটকের চেষ্টা করা হচ্ছে।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস