ফিনল্যান্ডে পড়তে চাইলে
পৃথিবীর সর্বপেক্ষা উন্নত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটি অত্যন্ত অগ্রসর। আর তাই আমাদের দেশের শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে যেতে বর্তমানে অনেক বেশী আগ্রহী। ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব ডিগ্রী দেয়া হয় :
১. ব্যাচেলর ডিগ্রী
২. মাষ্টার্স ডিগ্রী
৩. ডক্টরেট ডিগ্রী
দুটি সেমিষ্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয় :
১. শরৎকালীন (Autumn) সেমিষ্টার: আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
২. বসন্তকালীন (Spring) সেমিষ্টার: জানুয়ারী থেকে জুলাই
আবেদন প্রক্রিয়া :
আপনি সরাসরি যে কোন বিশ্বিবদ্যালয়ের এডমিশন অফিসে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে। কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইনে আবেদন করার সুযোগ রয়েছে। ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সাধারনত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করতে হয়। সাধারণত আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন।
প্রয়োজনীয় কাগজপত্র :
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীটের ইংরেজী ভার্সন। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র। ভাষাগত যোগ্যতার প্রমানপত্র। রেফারেন্স লেটার। পাসপোর্টের ফটোকপি। সকল দলিল অবশ্যই একজন নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত হতে হবে।
শিক্ষা ব্যয় :
উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফিনল্যান্ডে সাধারনত কোন টিউশন ফি পরিশোধ করতে হয় না।
জীবনযাত্রার ব্যয় :
আবাসন, আহার ও অন্যান্য আনুষাঙ্গিক প্রয়োজনে মাসিক প্রায় ৪০০ মার্কিন ডলার ব্যয় হয়। স্বাস্থ্যসেবার জন্য বাৎসরিক ২৫ থেকে ৭৫ ডলার পরিশোধ করতে হয়।
কাজের সুযোগ :
ফিনল্যান্ডে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজের সুযোগ পেয়ে থাকেন। যদি আপনি ফিনিশ, নরওয়েজিয়ান, রাশিয়ান অথবা সুইডিস ভাষা না জানেন, তাহলে ফিনল্যান্ডে কাজ যোগাড় করা প্রকৃতপক্ষেই কঠিন।