পৃথক স্থানে ব্যবসায়ী ও গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীতে আফজাল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর এবং টাঙ্গাইলের মির্জাপুরে রুপা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে-
রাজশাহী:
রাজশাহীতে একটি আবাসিক হোটেল থেকে আফজাল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তার বাড়ি জেলার বাগমারা উপজেলার মাম্মুদপুর গ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আফজাল মহানগরীর সূর্যমূখী নামের একটি হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেয়। পরে শনিবার দুুপুরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের কর্মচারীরা দরজায় শব্দ করে। তারপরও তিনি দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে প্রাথমিকভাবে নিহতের মরদেহ দেখে মনে হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ রুপা (২৮) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি বাগেরহাট জেলার মতির মোড় গ্রামে। স্বামীর নাম সাহাদত হোসেন।
জানা গেছে, সকালে গ্রামবাসী ওই স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ ওই গৃহবধূর দেহ থেকে একটি মুঠোফোন উদ্ধার করেছে।
মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, মেয়েটি কোনাবাড়ি এলাকার গার্মেন্টস শ্রমিক বলে তিনি ধারণা করছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ওই গৃহবধূর দেহ থেকে উদ্ধার হওয়া ফোনের কল লিস্ট ধরে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর