ইংল্যান্ডে উচ্চ শিক্ষা


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০২ নভেম্বর ২০১৪

বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ ইংল্যান্ড। কারন দেশটিতে রয়েছে অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ডিগ্রী প্রদান করা হয় :
    ব্যাচেলর ডিগ্রী
    মাস্টার্স ডিগ্রী
    এম.বি.এ ডিগ্রী
    ডক্টরেট ডিগ্রী
    হায়ার ন্যাশনাল ডিপ্লোমা
    কারিগরী কোর্স
সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স যেমন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজি-ডিপ), পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট (পিজি-সার্ট) ইত্যাদি।

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারনত দু’টি সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তি করা হয় :
    ১.অটাম সেমিস্টার- সেপ্টেম্বর-জানুয়ারী
    ২.স্প্রিং সেমিস্টার- জানুয়ারী থেকে জুন

যেসব বিষয়ে অধ্যায়ন করতে পারেন :
    তত্ত্বীয় ও ফলিত বিজ্ঞান
    কম্পিউটিং এন্ড ম্যাথমেটিক্যাল সাইন্স
    হেলথ এন্ড মেডিসিন
    আইন
    বিবিত্র
    এমবিএ
    সমাজবিজ্ঞান
    হোটেল ম্যানেজমেন্ট
    ক্রিয়েটিভ আর্ট ইত্যাদি

শিক্ষা ব্যয় :
    ফাউন্ডেশন কোর্স প্রতি বছর ৪০০০ পাউন্ড থেকে ১২০০০ পাউন্ড
    কলা বিষয়সমূহ -প্রতি বছর ৭০০০ পাউন্ড-৯০০০ পাউন্ড
    বিজ্ঞান বিষয়সমূহ- প্রতি বছর ৭৫০০ পাউন্ড- ১২০০০ পাউন্ড
    ক্লিনিক্যাল বিষয়সমূহ- প্রতি বছর ১০০০০ পাউন্ড -২১০০০ পাউন্ড
    এম,বি,এ- প্রতি বছর ৪০০০ পাউন্ড -৩০০০০ পাউন্ড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।