আজকের ধাঁধা : ২১ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২১ অক্টোবর ২০১৫

ধাঁধা :
গোবিন্দপুরের একটি স্কুলে এক ছাত্রের কয়েকটা বই চুরি হতেই হেড মাস্টারমশাই সন্দেহ করলেন পাঁচটি দুষ্টু ছেলেকে। ছেলেগুলির নাম ললিত, যতীন, দীপক, তাপস ও মনোজ। যখন তাদের এ বিষয়ে জেরা করা হলো, তখন তারা দোষ অস্বীকার করে নিচের বিবৃতিগুলি দিল-
যতীন : আমি চুরি করিনি। ওই সবকটি বইই আমার আছে। মনোজ জানে কে বইগুলো নিয়েছে।
ললিত : আমি বই চুরি করিনি। আমি জীবনে কখনও চুরি করিনি। তাপস চুরি করেছে।
মনোজ : আমি চুরি করিনি। দীপক আমাকে জন্ম থেকে চেনে- ও বলতে পারে আমি এরকম কাজ করতে পারি না। যতীন চুরি করেছে।
দীপক : আমি চুরি করিনি। আমি স্কুলে ঢোকার আগে মনোজকে চিনতামই না। তাপস চুরি করেছে।
তাপস : আমি চুরি করিনি। মনোজ চুরি করেছে। ললিত মিথ্যে করে বলেছে যে, আমি চুরি করেছি।
পরে হেড মাস্টারমশাই ছাত্রদের আরও প্রশ্ন করলে প্রত্যেকেই স্বীকার করল যে, তাদের তিনটে কথার মধ্যে শুধু দুটো কথা সত্যি। তাই যদি হয়, তাহলে কে চুরি করেছে?

উত্তর :
আমরা জানি প্রত্যেকটি ছাত্রের বিবৃতির মধ্যে মাত্র একটা কথা মিথ্যা। তাপস দুবার চুরির কথা অস্বীকার করেছে, অতএব সে চুরি করেনি। যেহেতু তাপস চুরি করেনি, দীপকের তৃতীয় কথাটি মিথ্যা। তার অর্থ দীপকের অন্য দুটি কথা সত্যি। দীপকের দ্বিতীয় কথাটা সত্যি হওয়া মানে মনোজের দ্বিতীয় কথাটা মিথ্যা। সুতরাং মনোজের অন্য কথাগুলো সত্যি। অতএব যতীন চুরি করেছে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।