বাণী-বচন : ১৮ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:০৩ এএম, ১৮ অক্টোবর ২০১৫

নিঃসঙ্গতা
নিঃসঙ্গ মানুষের একটা দিক সবসময় শূন্যতায় পূর্ণ থাকে। – রবার্ট বয়েন্স

একজন কর্মব্যস্ত লোকও চরম নিঃসঙ্গ হতে পারে। – সিনেকা

নিঃসঙ্গতা মানুষকে ভোগায় অধিক। – বেঞ্জামিন হল

নিঃসঙ্গতা মানুষকে অন্তত শান্তির সন্ধান দেয়। - ডা. স্যামুয়েল জনসন

যে সঙ্গীত ভালোবাসে, তার জীবনে নিঃসঙ্গতার দুঃখ থাকে না।– এডিসন

বচন
চেয়ে চেয়ে চোখের ক্ষয়
পর ভরসা কিছুই নয়।
অর্থ : পরের ভরসা করা নিরর্থক এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।