বিশ্বে রাজনৈতিক দলের সমর্থনে স্থানীয় নির্বাচনের নজির রয়েছে


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

রাজনৈতিক দলের সমর্থনে স্থানীয় নির্বাচনের নজির সারা বিশ্বে রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডেমক্রেসিওয়াচ আয়োজিত ‘স্থানীয় সরকার আইন : নারীর প্রতিনিধিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যিনি রাজনৈতিক দলের সমর্থন ছাড়া নির্বাচন করেন। দলের সমর্থনে  প্রার্থী থাকলে দলের জবাবদিহিতা থাকে। দেশে স্থানীয় নির্বাচন আগে রাজনৈতিক দলের গোপন সমর্থনে হলেও  সরকার এর স্বীকৃতি দিয়েছে।

স্থানীয় সরকারের ব্যায় কমাতে একটি স্থায়ী কমিটি তৈরি করার সুপারিশ করে মন্ত্রী বলেন, কোন প্রকার ব্যায় করার আগে এ কমিটির অনুমতি নিতে হবে। ফলে সরকারের ব্যায় কমে আসবে।

ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেহা রেহমানের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ন সচিব জেসমিন টুলী, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার প্রমুখ।

এএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।