নাটকীয় জয় পেলো ঢাকা মেট্রো


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৩ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বে ঢাকা বিভাগের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় তারা।

ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে তৃতীয় দিন পর্যন্ত ঢাকার দুই দল সমান তালেই লড়েছিল। কিন্তু চতুর্থ দিনে শরিফুল্লাহর বোলিং তোপে পড়ে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগের ইনিংস। দলের হয়ে চার জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠা ছুটে পরেছেন। সর্বোচ্চ ৩৯ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। এছাড়া নাদিফ চৌধুরী করেন ২৫ রান।

ঢাকা মেট্রোর হয়ে শরিফুল্লাহ ২১ রানে তুলে নেন ৪টি উইকেট। এছাড়া শহিদুল, মাহমুদউল্লাহ এবং আরাফাত সানি ২টি করে উইকেট পান।

৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা মেট্রো। মোশারফ হোসেনের ঘূর্ণিতে মাত্র ভালো লড়াই করেছিল ঢাকা বিভাগ। মাত্র ৩৫ রানেই টপ অর্ডারের ৫ উইকেট তুলে নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল। কিন্তু জাতীয় দলের অভিজ্ঞ সেনানী মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের কাছে হার মানতে বাধ্য হয় ঢাকা বিভাগের বোলারদের।

হার না মানা দায়িত্বশীল ৪৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। এছাড়া শরিফুল্লাহ এবং সৈকত উভয়ই ১৪ রান করেন। ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন ৪১ রানে ৪টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :  

ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ১১৩.৪ ওভারে ৩২৭ (রকিবুল ৯৯, মজিদ ৬৬, নাদিফ ৩৯,সাইফ ২১, মায়সুকুর ২০, শরিফ ২০, জনি ২০; আরাফাত সানি ৯৬/৬, শহিদুল ৫৭/১, আসিফ ২৭/১, শরীফুল্লাহ ৪৬/১)

ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস : ৬৯.৫ ওভারে ১১৫ (রকিবুল ৩৯,  নাদিফ ২৫, মায়সুকুর ১৮, জনি ১৬; শরিফুল্লাহ ২১/৪, শহিদুল ১৯/১, আরাফাত সানি ২৬/২, মাহমুদউল্লাহ ২৪/২)

ঢাকা মেট্রো প্রথম ইনিংস : ১২৪ ওভারে ৩৫২ (শুভ ১৩৮, শরিফুল্লাহ ৫২, সৈকত ৪৮, মেহরাব ৩৭, মার্শাল আইয়ুব ২৪; মোশারফ ১২০/৫, মাহবুবুল ৭১/২, শরিফ ৫১/১, নাজমুল ৮৬/১)।
ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংস : ৩২.৫ ওভারে ৯৩ (মাহমুদউল্লাহ ৪৫*, শরিফুল্লাহ ১৪, সৈকত ১৪; মোশারফ ৪১/৪, মাহবুবুল ৭/১, শরিফ ২৮/১, নাজমুল ১৬/১)।

আরটি/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।