বিশ্বব্যাংক বাংলাদেশে অর্থায়ন বাড়াবে


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১১ অক্টোবর ২০১৫

চলতি অর্থবছরে প্রতিশ্রুত ১৯’শ কোটি মার্কিন ডলারের অর্থ ছাড়করণসহ আগামীতে বিশ্বব্যাংক বাংলাদেশে অর্থায়ন বাড়াবে।

বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেলি পিটারস বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন।

পেরুর লিমায় আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে চলতি অর্থবছরে প্রতিশ্রুত ১৯’শ কোটি ডলার এবং ছাড় হওয়া প্রায় এক’শ কোটি ডলারসহ বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়ন সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও তারা বাংলাদেশে কর-রাজস্বসহ অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে কেলি পিটারস বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।