বাণী-বচন : ১০ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:০০ এএম, ১০ অক্টোবর ২০১৫

নতুন
মানুষের নূতনের প্রতি আকাঙ্খা চিরন্তন। - এমিলি ডিকিনসন

নতুন দিনই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টিভঙ্গির উদয় করে। - জনলিডগেট

মনে রাখবেন আপনিই হলেন এ পৃথিবীতে নতুন এক সৃষ্টি। সময়ের শুরু থেকে আজ পর্যন্ত আপনার মতো আর কেউ জন্মায়নি। ভবিষ্যতেও জন্মাবে না। - ডেল কার্নেগি

পুরতানকে সব সময় নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। – প্রবাদ

বচন
যার লেজ খড়ের
তার ভয় আগুনের
অর্থ : দোষী ব্যক্তিরই পাপের ভয় থাকে- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।