বাণী-বচন : ০৯ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:৩০ এএম, ০৯ অক্টোবর ২০১৫

বাণী:

মরণ
মৃত্যুই অনন্ত পথযাত্রার প্রারম্ভ।– আল হাদিস
আমি মুসলিম ডরি না মরণে।– আল্লামা ইকবাল
অসীমের দরজা খোলার স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু।–মিলটন
ভালো লোক কখনোই মরে না।–ক্যালিমাচাস

বচন:
ঋণ, রোগ, আগুন
শেষ রাখলে বহুগুণ।
অর্থ : ঋণ, রোগ, আগুন প্রভৃতি সমূলে শেষ করা উচিত না হলে তা পরে বহুগুণে বৃদ্ধি পায়- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।