বাংলাদেশ-চীন এক ও অভিন্ন : মেনন
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এবং চীন এক ও অভিন্ন রূপে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত গণচীনের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, সমাজতন্ত্রের ফাউন্ডেশন তৈরি করেছিল চীন। শান্তিপূর্ণ ও সহযোগিতার তত্ত্ব চীন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নয়নের ধারাবাহিকতা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। চীনের কমিউনিস্টদের মাকর্সবাদ ও লেনিনবাদ থেকে আমরা বিচ্যুতি হয়নি। তারা অর্থনীতির ধারাকে এগিয়ে নিয়েছিল বলেই আজকের পৃথিবীতে আন্তর্জাতিক অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে চীন।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং ও বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খানসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা।
এএস/জেডএইচ/আরআইপি