আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি : আ স ম আবদুর রব
দেশের কর্তা ব্যক্তিদের দায়িত্ববোধের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। সোমবার বিকালে এক বিবৃতিতে তারা একথা জানিয়েছেন।
তারা অভিযোগ করেন, সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ বিনা কারণে এক কিশোরের পায়ে গুলি বর্ষণ, টাঙ্গাইলের কালিহাতিতে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন এবং এর বিরুদ্ধে বিক্ষুব্দ জনতার উপর গুলিবর্ষণ করে চারজনকে হত্যা, অসংখ্য গ্রেফতার ও শত শত মানুষকে আসামি করে মামলা, পর পর দুইজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যা, হত্যার জন্য কারা দায়ী এ প্রশ্নে সরকারের কর্তা ব্যক্তিদের তদন্তে বিভ্রান্তি সৃষ্টিকারক বক্তব্য ও বিবৃতি।
র্যাবের হাতে গ্রেফতার ইউজিসি অফিসারের মৃত্যু এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও এর বিরুদ্ধে প্রতিবাদকারী ও নতুন প্রশ্নপত্রের ভিত্তিতে পুনরায় পরীক্ষা গ্রহনের দাবিতে আন্দোলনরত ছাত্র - অভিভাবকদের পুলিশ কর্তৃক চরমভাবে লাঠিপেটা ও গ্রেফতার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুস্পষ্ট লক্ষণ, বলেও তারা মন্তব্য করেন।
এএম/জেডএইচ/পিআর