হাজিদের ভোগান্তি স্বীকার করে ক্ষমা চাইলেন মেনন


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৪ অক্টোবর ২০১৫

বিমানবন্দরে চরম অব্যবস্থাপনা এবং হজ ফ্লাইটে বিরামহীন বিড়ম্বনার দায় স্বীকার করে ক্ষমা চাইলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তর ঘুরে পদে পদে অব্যবস্থাপনা দেখে সাংবাদিকদের কাছে এই দায় স্বীকার করেছেন। এসময় রাশেদ খান মেনন বলেন, বিমানের শিডিউল বিপর্যয় ও হাজিদের ভোগান্তিতে দায় এড়ানোর কোন সুযোগ নেই।

মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শনের কথা শুনে ভুক্তভোগী হাজিরা তাকে ঘিরে ধরেন। এসময় তিনি হাজিদের  অন্তহীন ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিমানের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালককে সমস্যাগুলো সমাধানের নির্দেশ প্রদান করেন। তিনি হাজিদের দ্রুত লাগেজ পাওয়ার ব্যবস্থা করতে এবং প্রযোজনে বিলম্বিত সময় তাদের হজ ক্যাম্পে কিংবা হোটেলে রাখারও নির্দেশ প্রদান করেন।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।