বরিশালে সেতুর টোল বৃদ্ধিতে বাদানুবাদ
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল বৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন চালক-শ্রমিকদের সঙ্গে দিনভর বাদানুবাদ হয়েছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মচারীদের।
পূর্বের ইজারাদারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে টোল আদায়ের দায়িত্ব নেয় সড়ক ও জনপথ অধিদফতর।
শনিবার সকাল থেকে বর্ধিত হারে টোল আদায়কে কেন্দ্র করে সেতুর টোল প্লাজায় দফায় দফায় সওজের কর্মচারীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পরিবহন চালক ও শ্রমিকরা।
যানবাহন চালক-শ্রমিকদের অভিযোগ, আগে একটি মিনি পিকাপের টোল ছিল ৪৫ টাকা, সেখানে নতুন বর্ধিত টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। একইভাবে বেড়েছে সব ধরনের যানবাহনের টোল।
দ্বিগুণের বেশি টোল বাড়ানোয় সরকার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জুলুম করছে বলে অভিযোগ করেন তারা।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, সরকার নতুন বর্ধিত হারে টোল বাড়িয়েছে গত ৬ জানুয়ারি থেকে। কিন্তু পূর্বের ইজারাদারের চুক্তিতে আগের টোল নির্ধারণ করা ছিল বিধায় নতুন নির্ধারিত টোল কার্যকর করা যায়নি। সড়ক বিভাগ দায়িত্ব নেয়ার পর থেকে সরকারের নতুন নির্ধারিত টোল আদায় শুরু হয়েছে। এ ব্যাপারে তার কিছুই করার নেই বলে জানান তিনি।
সাইফ আমীন/এমজেড/আরআইপি