আজকের এইদিনে : ০৩ অক্টোবর


প্রকাশিত: ০২:০৮ এএম, ০৩ অক্টোবর ২০১৫

১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে  ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে   বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে   বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে  সিউল অলিম্পিক শুরু।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে   পূর্ব ও পশ্চিম জার্মানির [দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বিভক্ত] একীভূত হয়। সংযুক্ত জার্মানির চ্যান্সেলর হন হেলমুট কোহল।

১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে  ফরাসি কবি লুই আরাগঁর জন্ম।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে   রুশ কবি সের্গেই ইয়েসেনিনের জন্ম।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে   নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেনের জন্ম।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে  সঙ্গীতসাধক বারীণ মজুমদারের মৃত্যু।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।