৭০ টাকার জন্য যুবক খুন!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০২ অক্টোবর ২০১৫

ফেনীর সোনাগাজীতে ৭০ টাকার জন্য গিয়াস উদ্দিনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেলিম ও রানা নামে দু’জকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ওলামা বাজারে সফি উল্যাহর দোকানে বাকিতে সিগারেট কিনতে যায় একই ইউনিয়নের আবুল হাসেমের ছেলে গিয়াস উদ্দিন। তার কাছে আগের ৭০ টাকা পাওনা থাকায় সফি উল্যাহ তাকে সিগারেট দিতে অপারগতা জানালে গিয়াস উদ্দিনের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। সিগারেট না নিয়ে গিয়াস উদ্দিন বাড়িতে গেলে রাত ১টার দিকে সফি উল্যার ছেলে মো. ভুলন, মাইন উদ্দিন, নয়ন এবং তাদের বন্ধু আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাসহ ৫ থেকে ৭ জনের একটি দল তাকে কৌশলে ঘর থেকে বের করে।

পরে তাকে পার্শ্ববর্তী আশ্রয়ন কেন্দ্র সংলগ্ন দিঘির পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আবু তৈয়ব সেলিম (২৮) ও ফজলুল করিম রানা (২৭) নামে দু’জনকে আটক করে পুলিশ।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জহিরুল হক মিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।