বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু (ভিডিও)


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০২ অক্টোবর ২০১৫

বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু বানিয়েছে চীন। সেতুটি কাঁচের হলেও ভাঙার কিংবা কাটার ভয় নেই। চীনের হুনানে একটি কাঠের ব্রিজকে পাল্টে কাঁচের ব্রিজ বানানো হয়েছে। যেটি পৃথিবীর বুকে জ্বলজ্বল করছে বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হিসাবে।

চীনের হুনান প্রদেশের শিনিউজহাই জিওপার্কে অবস্থিত দীর্ঘতম এই কাঁচের সেতুটি লম্বায় ৩০০ মিটার। দুই পাহাড়ের মধ্যখানে নির্মিত সেতুটি মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে অবস্থিত। ২৪ মিলিমিটার দুটি কাঁচের স্তর মিলিয়ে তৈরি হয়েছে  সেতুটি।

কাঁচের স্তরটি সাধারণ জানালার কাঁচ থেকে  ২৫ গুণ মজবুত জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। ফলে ভেঙে যাওয়া বা আঘাতে কেটে যাওয়ার ভয় নেই। চিনের বুদ্ধ পাহাড়ের দুটি চূড়ার সংযোগস্থলে একটি কাঠের ব্রিজকে বদলে কাঁচের সেতু তৈরি করেছেন মোট ১১ জন ইঞ্জিনিয়ার। পায়ে হাঁটা এই সেতুটি এখন ‘হিরো সেতু’ নামে পরিচিতি পেয়েছে চীনে।



আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।