জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন শুরু


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা, মানসম্মত শিক্ষা এবং নারীর ক্ষমতায়নসহ ১৭টি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্মেলন শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এ সম্মেলন উদ্বোধন করেন সংস্থার মহাসচিব বান কি মুন।

এর আগে জাতিসংঘ সদরদফতরে পোপ ফ্রান্সিস বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এসডিজি সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব।

আগামী তিন দিন ১৫০টি দেশের সরকারপ্রধানেরা ২০১৫ পরবর্তী এ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিজ নিজ মতামত তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের একাংশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।