বাণী-বচন : ২৬ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:১৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

মেয়ে
মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম।–রবীন্দ্রনাথ ঠাকুর

মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়।–নেপোলিয়ান

মেয়েরা হচ্ছে বিধাতার আজব সৃষ্টি।–অবধূত

সেই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ দুর্বার, যার প্রতি অন্য মেয়ে অনুকূল।–বালজাক

কম বয়সী মেয়ে মানুষ হল রসগোল্লার মতো যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে।–শংকর

বচন
যারে রত্ন ভেবে যত্ন করি চিরদিন,
কে জানে সে গিল্টি করা ভিতর ভরা টিন।
অর্থ : বহুদিনের বিশ্বাসী হঠাৎ বিশ্বাস ভঙ্গ করলে তা বোঝাতে এ কথা বলা হয়।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।