বাণী-বচন : ২৪ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:১৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

প্রথা
প্রাচীন প্রথা প্রাকৃতিক শক্তিকে মান্য করে।–ডেভিড হিউম

আইন সবসময় প্রথাকে সম্মান করে চলে।– প্লুটাস

প্রথা সব কিছুকেই সহজ করে দেয়।– জর্জ মেরিডিথ

প্রচলিত প্রথা অনেক সময় কঠিন কাজকেও সহজ করে দেয়।– জিয়ান এঞ্জলো

প্রথা এমন কিছু অলিখিত আইন যা রাজাও মেনে চলে।- ইউরিপিডিস

বচন
কথাটা কইলে ব্যথাটা মরে
বিনয়েতে কিনা করে?
অর্থ : নম্রভাবে সহানুভূতির সঙ্গে কথা বললে ব্যথিতের ব্যথা দূর হয়- এ অর্থে বলা হয়।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।