বাণী-বচন : ২৩ সেপ্টেম্বর ২০১৫
ভবিষ্যৎ
যার আশা নেই এবং ভয় নেই-তার ভবিষ্যৎ অন্ধকার। - স্যার জন ডেভিস
পরবর্তী দিন কখনো সুখের হবে না বিগত দিনের চেয়ে। – মিল্টন
যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও থাকে। – বোভি
ভবিষ্যৎকে জানার জন্যই অতীত জানা উচিত। – জন ল্যাঙ্কহন
ভবিষ্যৎ ভেবে কেবা বর্তমানে মরে,
প্রসবের ভয় তবু পতি সঙ্গ করে। – ভারতচন্দ্র
বচন :
ছোট কাঁটাটি ফোটে পায়
তুলে ফেল, নইলে দায়।
অর্থ : কোন শত্রুকে ছোট বলে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়-এ অর্থে বলা হয়েছে।
এইচআর/এআরএস/এমএস