দুর্নীতির অভিযোগে ফিফা মহাসচিব বরখাস্ত


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বকাপ ফুটবলে টিকিট দুর্নীতির অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকে’কে বরখাস্ত করা হয়েছে। ভালকে ২০০৭ সাল থেকে তিনি ফিফার মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন।

চলতি বছরের মে মাসে দুর্নীতির অভিযোগে ফিফার ৭জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। এরপর জুনের প্রথম সপ্তাহে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেপ ব্লাটার।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।