লাল কার্ডেই বাংলাদেশের বড় হার


প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

নিজেরদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের কিশোররা। আর এতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলাটা কঠিন হয়ে গেলো শাওন-নিপুদের।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলের পর দুর্দান্ত ফর্মে থাকা শাওন নিপুরা ম্যাচের শুরু থেকেই দ্যা ফ্যালকনসদের আক্রমণের চাপে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে, খেলার ২৯ মিনিটে ঝটিকা আক্রমণে প্রতিপক্ষ গোলরক্ষক আল আসমারিকে ফাকি দিয়ে গোল করে বাংলাদেশকে লিডের খুশি এনে দেন স্ট্রাইকার সারওয়ার জামান নিপু।

তবে, এরপরই মধ্যপ্রাচ্যের দেশটি গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। আর সাফল্য পেতেও দেরি হয়নি তারিক-সুলাইমানদের। ৩৯ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল কর্নার কিককে ফিরিয়ে দিলেও পরবর্তীতে জটলার মধ্যেই অতিথিদের অধিনায়ক আলমাস বলকে জালে পাঠিয়ে খেলায় সমতা নিয়ে আসেন।

প্রথমার্ধে খেলায় সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে গোলাম জিলানীর শীষদের রক্ষণভাগ ছন্নছাড়া করে ফেলে সৌদি আরবের স্ট্রাইকাররা। ম্যাচের ৫০ মিনিটে তারিক`কে ডি বক্সের বাইরে অবৈধ ভাবে বাঁধা দেয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিকদের গোলরক্ষক ফয়সাল। ১০জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

এরপরই ম্যাচের পুরো চিত্র পাল্টে যায়। ৫১ মিনিটেই তারিকের গোলে লিড পায় সৌদি আরব। ফলে আবারো রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৬৩ মিনিটে অতিথিরা পায় পেনাল্টি। যার থেকে গোল করে দলের লিড ৩-১ করেন মালি।

এরপর ম্যাচ শেষের ১০ মিনিট পুরোটাই ছিলো তারিক-আলমাসদের দখলে। ৮৪ মিনিটে আলদোসারি ও ৮৯ মিনিটে আল আবদানের গোলে ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আব্দুল্লাহ আল আব্দালির শিষ্যরা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।