বাণী-বচন : ১৬ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

বেদনা
বেদনার নিজস্ব কোনো বেদনা নেই। – পূর্ণেন্দু পত্রী

পৃথিবী যার অন্ধকার মা-তার আবার কষ্ট। -  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

মনের বেদনা দৈহিক বেদনা থেকে আরও খারাপ। – সাইরাস

বেদনা হচ্ছে পাপের শাস্তি। – বুদ্ধদেব

অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা মহৎ। - হোমার

বচন
অধিক খেতে করে আশা
এর নাম বুদ্ধিনাশা।
অর্থ: মাত্রাধিক আহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- একথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।