১৪ নভেম্বর শুরু হবে চার দেশের মোটর র‌্যালি


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

আগামী অক্টোবর-২০১৫ তে যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত রুটে ট্রায়াল রান এবং আগামী ১৪ নভেম্বর ২০১৫ থেকে ০১ ডিসেম্বর ২০১৫ সময়ের মধ্যে চার দেশের প্রতিনিধির সমন্বয়ে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটর র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সোমবার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান তিনি।

মন্ত্রী বলেন, মোটর র‌্যালিটি ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে শুরু হয়ে নেপাল, ভুটান এবং ভারতের আসাম ও ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর ২০১৫ তারিখ আখাউড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং ৩০ নভেম্বর ২০১৫ তারিখ সকালে ঢাকা হতে ভারতের কোলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করবে এবং ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় গিয়ে শেষ হবে।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।