রাশিফল : ১৩ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:২৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

মিথুন : ছোট ভাইয়ের চাকরির কথাবার্তা চলতে পারে। আমদানী রফতানিকারকরা ভালো ফল পাবেন। আজ লেখালেখিতে ভালো করবেন।

মেষ :  শিক্ষা ও গবেষণামূলক কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ প্রেম ও রোমান্সে ভালো ফল পাবেন। শিল্পী ও সাহিত্যিকদের আজ কোনো ভালো ঘটনা ঘটবে।

বৃষ : প্রত্যাশা পূরণের সুযোগ চলে আসবে। আজ যানবাহন লাভের যোগ বেশী। অনেকেই নতুন বাহন ক্রয় করতে পারেন। মৎস ও হেচারী ব্যবসায় ভালো লাভ হবে।

কর্কট : পাইকারি ব্যবসায় কোনো প্রকার জটিলতার অবসান হবে। পাওনা টাকা বা বকেয়া বিল আদায় হতে পারে। উপস্থাপক ও সাংবাদ পাঠকদের দিনটি ভালো যাবে।

সিংহ :  আপনার অসমাপ্ত কাজ কর্ম ও অনাদায়ি আদায়ে আজ জোড় প্রচেষ্টা চালান। দিনের শেষে কিছু অর্থ হাতে আসতে পারে। রাতে কোথাও দাওয়াতে যেতে পারেন। আপনার শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়।

কন্যা : বিদেশ থেকে কোনো নিকটজনের দেশে আশার সম্ভাবনা বেশি। আজ আইনজীবীরা ভালো আয় করতে পারবেন।

তুলা : দিনটি কোনো ব্যবসায়ীক মিটিং এ বা নতুন পরিকল্পনা গ্রহণে ব্যয় হয়ে যাবে। বড় ভাই-বোনের কাছ থেকে কিছু বাড়তি অর্থ পেতে পারেন। আজ শিক্ষকদের আয় রোজগারের সম্ভাবনা প্রচুর।

বৃশ্চিক : বিভাগীয় প্রকৌশুলি ও সরকারি ঠিকাদারদের ভালো আয় হবার সম্ভাবনা দেখা যায়। অনিয়মিত কাজের সুরহা করতে পারবেন। আপনি যদি ব্যবসায়ী হন , তা হলে আজ ব্যবসায় ভালো কোনো ঘটনা অবশ্যই ঘটবে।

ধনু : কোনো পরহেজগার ব্যক্তির সাক্ষাতে মন ভালো হয়ে উঠবে। আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় আপনি সফলতা পেতে চলেছেন। জীবন জীবিকার তরে বিদেশে যাবার সুযোগ আসবে।

মীন : কর্মস্থলে উৎপাদন ব্যহত হওয়ায় মানসিক চাপ বাড়তে পারে। আজ শত্র“পক্ষের অপতৎপরতায় আপনার প্রায় সম্পন্ন কাজও অসম্পন্ন থেকে যাবে। শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যাবে।

মকর : ব্যাংক লোন সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় উন্নতি হবার সম্ভাবনা প্রবল। আজ আইনগত জটিলতা থেকে মুক্তি পেতে পারেন।

কুম্ভ :  নবদম্পতিদের দিনটি প্রেম ভালোবাসায় ভরপুর। কোথাও বেড়াতে যাবেন। অনেকেই বিনোদন কেন্দ্রে বেড়ানোর সুযোগ পেয়ে যাবেন। আজ অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।