জীবন বাঁচালো আইফোন


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

মুঠোফোন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে, জীবনে এনেছে গতি। কিন্তু এই মুঠোফোন যে কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে, তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া এই অবিশ্বাস্য খবরটি না জানলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না।

জানা যায়, ক্যালিফোর্নিয়ার একটি ছাত্রাবাসে সশস্ত্র ডাকাত দল হামলা করে। ছাত্রাবাসের যে কক্ষটিতে ডাকাত দল হামলা করে সে কক্ষের একজন ফারিস অ্যালোতাইবি জানান, প্রথমে ডাকাত দল আমাদের ল্যাপটপ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। পরে তারা গেট দিয়ে বেরিয়ে যাবার সময় আমার বন্ধুর পা লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্য গুলিটি তার কোন ক্ষতি করতে পারেনি। তার প্যান্টের পকেটে থাকা আইফোনটি তাকে বাঁচিয়ে দেয়। এতে অবশ্যে তার ফোনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তার পরনের প্যান্টটিও ছিঁড়ে গেছে।

আরএএইচ/এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।