আজকের জোকস : ০৬ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

হিন্দি সিরিয়াল দেখে এক মহিলার ধারণা হলো যে, তার স্বামী নিশ্চয়ই পরকীয়া করেন। তাই প্রথম দিন স্বামী বাড়ি ফিরলে তার শার্টে, একটা লম্বা চুল খুজে পেয়ে বললেন, `তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতেছো?
স্বামী : কী উল্টাপাল্টা বলছো এইসব?
স্ত্রী : কেন, এই লম্বা চুলটাই তো তার প্রমাণ।
স্বামী : এটা তো তোমারও চুল হতে পারে তাইনা?
দ্বিতীয় দিন স্বামী বাড়ি ফেরার সময় জামা ভালোভাবে ঝেড়ে ঘরে ঢুকলেন তবুও তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে স্ত্রী কেঁদে বললেন, তুমি বব-কাট মেয়েদের সাথে প্রেম করতেছো?
স্বামী : আরে! এটাতো আমার চুলও হতে পারে নাকি?
৩য় দিন স্বামী খুব সর্তক তাই স্ত্রী অনেক খুঁজেও কোনো চুল পেল না। কিন্তু শুরু করলো কান্নাকাটি।
স্বামী : আজকে আবার কী হলো? কাঁদছ কেন?
স্ত্রী : ছিঃ ছিঃ, তুমি শেষপর্যন্ত টাকমাথা মেয়েদের সাথে প্রেম শুরু করেছো!

***
এক লোক তার ছেলেকে বলছে-
বাবা : সবকিছুতে তর্ক করতে হয় না। আমি তোর থেকে বেশি জানি।
ছেলে : বাবারা সবকিছুই ছেলের থেকে বেশি জানেন ?
বাবা : অবশ্যই।
ছেলে : বলোতো মধ্যাকর্ষণ শক্তির কথা কে আবিষ্কার করেছেন?
বাবা : বিজ্ঞানী নিউটন।
ছেলে : তাহলে নিউটনের বাবা ওটা আবিষ্কার করতে পারেননি কেন?

***
এক চোরকে পুলিশ ধাওয়া করছে। কিছুক্ষণ দৌড়ানোর পর-
পুলিশ বলছে : এই আর দৌড়াইস না!
চোর : কেন?
পুলিশ : আমার ডিউটির সীমানা এই পর্যন্তই!

***
এক মাসে বাসার ফোনের বিল অস্বাভাবিকভাবে বেশি এলো। বাসায় জরুরি মিটিং বসলো। বাবা বললো, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’ তখন মা এসে বললো, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’ একমাত্র ছেলে এসে বললো, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’ এরপর বাসার কাজের মেয়ে এসে বললো, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’

# আজকের জোকস : ০৫ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ০৪ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ০১ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ০৩ সেপ্টেম্বর ২০১৫

# আজকের জোকস : ৩১ আগস্ট ২০১৫


এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।