বিশ্বসেরা ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১১ মার্চ ২০১৯

২০১৯ সালে বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম ৫০ এর মধ্যেও নেই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাকিং ২০১৯ এর তালিকা অনুসারে, প্রথমেই স্থান পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে স্ট্যান্ডফোর্ড ও হার্ভাড বিশ্ববিদ্যালয়।

চতুর্থ স্থানে আছে ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং পঞ্চম স্থানে আছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি।

এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের পর যে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তার মধ্যে একটি নামও বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নয়।

তবে ২০১৮ সালের টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম।

দেশি-বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা, বিভাগসহ ১৩টি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করেছে টাইমস হাইয়ার এডুকেশন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।