রাশিফল : ২৯ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:৩২ এএম, ২৯ আগস্ট ২০১৫

মেষ : যে কোনো মানবসৃষ্ট মানসিক আপদ থেকে সাবধান থাকুন। কর্মভাগ্য প্রসন্ন- ঊর্ধ্বতনের আদর পাবেন, অর্থভাগ্য বিষণ্ণ কেন এতো?

বৃষ : গ্রহের ফেরে আপনার তরল মনোভাব আজ গোপন কথা বেমক্কা ফাঁস করে দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন। অর্থভাগ্য ভালো নেই।

মিথুন : পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে। বন্ধুভাগ্যে ভর করে নতুন কোনো চাকরি জুটে যেতে পারে যা আপনার সঙ্গে দারুণ স্যুট করবে।

কর্কট : শিল্পসাহিত্যের দিকে ঝুঁকে থাকা মন আজ তার পর্যাপ্ত রসদ পাবে, জন্ম নিতে পারে দারুণ কোনো কাজ। অর্থভাগ্য সাম্যাবস্থায় থাকবে।

সিংহ : কর্মক্ষেত্রে ভাগ্য প্রসন্ন থাকবে না, সহকর্মীদের ওপর জন্ম নিতে পারে গোপন ক্ষোভ, আর অর্থভাগ্যের দিক থেকে বরাবর এ+ আপনার মন্দভাগ্য, সেটা নতুন করে মনে না করিয়ে দিলেও চলবে।

কন্যা : কোনো বন্ধুর সঙ্গে আজ শত্রুতা দিয়ে পরিচয় ঘটতে পারে। প্রেমের প্রস্তাব দেয়ার দুরূহ দুপুর মাথার ওপর ডেকে না এনে একাকীত্বের রাত গভীর শীতলতা উপভোগ করুন। অর্থভাগ্য ভালো, সহকর্মী ভাগ্য কালো।

তুলা : হাতের কাছে গুরুত্বপূর্ণ এক বই পাবেন যাকে প্রথম দর্শনে মনে হবে ততটা গুরুত্বপূর্ণ নয়, সেটা ফাঁ করে পড়ে ফেলুন।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে মাথা রাখুন ঠাণ্ডা, নিদ্রাকুসুম তেল মাখিয়ে রাখুন বুকের বাম পাশের ত্বকে, এভাবে হৃদপিণ্ডকে ঘুম পাড়িয়ে রাখুন, নয়ত প্রেমময় কোনো মুখ, দারুণ চোট দিতে পারে।

ধনু : ধনুকে আজ খাবার খেতে হবে মেপে মেপে, পাখির মতো, বদহজমের যোগ আছে যদি যা তা খান যত্রতত্র এবং ভালোই যন্ত্রণা দিতে পারে অভিশপ্ত জাংক ফুড, সুতরাং সতর্কতা অবলম্বন করুন।

মকর : বন্ধু চিনতে ভুল করতে পারেন শেষ মুহূর্তে, কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অযোগ্য কোনো সহকর্মীর সঙ্গে। অর্থভাগ্যের জন্যে চাতক পাখির মতো তাকিয়ে আছেন।

কুম্ভ : কর্মক্ষেত্রে জরুরি কাগজ গোপন ড্রয়ারে রেখে চাবিটা কোঁৎ করে গিলে ফেলুন, কারণ আপনার পেছনে ফেউ লেগেছে। অর্থভাগ্য মন্দ।

মীন : প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই, এটা গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে, এর রোমাঞ্চ খুব কাছ থেকে দেখতে পাবেন আজ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।