আজকের জোকস : ২৬ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

সেলিম বাজার করতে গিয়ে পড়লো বন্ধুদের খপ্পরে, তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল, বাসায় ফিরলে বউ বকা শুরু করবে, এই কথা ভেবে তার গলা শুকিয়ে সাহারা মরুভূমি, তো অজুহাত কী দেওয়া যায় ভাবতে ভাবতেই দারুণ বুদ্ধি পেয়ে গেল, বাড়ির কাছাকাছি আসতেই বাজারের ব্যাগ থেকে চিংড়ি নিচে ছেড়ে দিলো। বউ বাসা থেকে বের হয়ে সামনে আসতেই সেলিম চিংড়িগুলোকে উদ্দেশ করে বললো, `হাঁট হাঁট জোরে হাঁট। তোদেরকে হাঁটিয়ে আনতেই তো এতো দেরি হয়ে গেল!`

***
শামসু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে! এই দেখে এক লোক জিজ্ঞেস করলো-
লোক : ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?
শামসু : না ভাই, দরজার তালা চেন্জ করবো চাবি হারাইয়া গেছে!
লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে?
শামসু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!

***
প্রথম বন্ধু : কী রে, তুই আমার রেইনকোট পরেছিস কেন? তোকে না বলেছি, তুই আমার কিছু ধরবি না।
দ্বিতীয় বন্ধু : আরে বেটা, বাইরে বৃষ্টি হচ্ছে। পরেছি তো তোর ভালোর জন্যই।
প্রথম বন্ধু : কীসের ভালো?
দ্বিতীয় বন্ধু : তোর শার্ট যাতে না ভিজে সেজন্যই তো রেইনকোট পরেছি!

***
এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেছে। ওখানে আলমারি খুলতে গিয়ে দেখে নিচে লেখা- `এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।` চোর যখনি বাটনটা টিপলো, তখনি সাইরেন বেজে উঠলো! এরপর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে যাওয়ার সময় চোরটা বলতে লাগলো, `দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না!`

# আজকের জোকস : ২৫ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৪ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৩ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২২ আগস্ট ২০১৫
#আজকের জোকস : ২১ আগস্ট ২০১৫

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।