সাংবাদিক মুকুলের জামিন আবেদন হাইকোর্টে


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৫ আগস্ট ২০১৫

স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

মামলার শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া হাইকোর্টে পক্ষভূক্ত হওয়ার প্রার্থনা করেন। তখন আদালত বাদীপক্ষকে মামলায় পক্ষভূক্ত করার জন্য আসামীপক্ষকে নির্দেশ দেন। তাই পক্ষভূক্ত হয়ে আগামী রোববার বাদী পক্ষ জামিনের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন জ্যের্তিময় বড়ুয়া।

প্রসঙ্গত, গত ১২ জুলাই নারী নির্যাতনের মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সুচনা। বিচারিক আদালতে ব্যর্থ হওয়ার পর জামিনের জন্য এবার হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন সাংবাদিক মুকুল।

বান্ধবী সিঁথির সঙ্গে মুকুলের পরকীয়ার সম্পর্কের জের ধরে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র প্রতিবেদক নাজনীন আক্তার তন্বীর ওপর নির্যাতন ও যৌতুকের অভিযোগে ২৫ জুন মামলা দায়ের করেন তন্বী।

এ মামলায় মুকুলকে গত ২৬ জুন দিবাগত রাতে আটক করে পুলিশ। পরদিন ২৭ জুন আদালতের নির্দেশে তাকে ১ দিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ। ২৮ জুন রিমান্ড শেষে মুকুলকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

অন্যদিকে গত ২ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে’র আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সিঁথি। বিচারক সিঁথিকে তার স্বামী ঢাকা ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার রাজিউল আমিনের জিম্মায় জামিন দিতে চাইলেও রাজিউল সিঁথিকে নিজের ঘরে ফিরিয়ে নিতে অসম্মতি জানান।

এ অবস্থায় আদালত সিঁথির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। পরে ৬ জুলাই সিঁথিকে জামিন দিলেও মুকুলের আবেদন নাকচ করেন আদালত।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।