বিশ্বের সেরা ৫ এ তাজমহল
বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রের নতুন মর্যাদাপূর্ণ তালিকার শীর্ষ পাঁচে অন্তর্ভুক্ত হয়েছে ভারতের আগ্রার তাজমহল। প্রত্যেক বছরের মত এবারও বিশ্বের ৫০০টি দর্শনীয় স্থানের তালিকা তৈরি করেছে জনপ্রিয় ট্রাভেল গাইড লোনলি প্ল্যানেট।
লোনলি প্ল্যানেটের আলটিমেট ট্রাভেলিস্ট-এ বিশ্বের সেরা পর্যটনস্থলের তালিকায় তাজমহল পঞ্চম স্থান দখল করেছে। সেখানে বলা হয়েছে, মোঘল সম্রাট শাহজাহানের আমলে শ্বেত মার্বেলের তৈরি তাজমহল স্থাপত্য-শৈলির চূড়ান্ত নিদর্শন। মার্বেলের মধ্যে কয়েক হাজার দামী পাথরের কাজ, ধার দিয়ে বয়ে যাওয়া নদী, অমলিন ভালবাসার এক কালজয়ী কাহিনী সব মিলিয়ে এক ঐতিহাসিক নিদর্শন তাজমহল!
লোনলি প্ল্যানেটের শীর্ষ পাঁচ পর্যটন স্থাপনা
আঙ্কোরভাট :
বিশ্বের সবথেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আঙ্কোরভাট। কম্বোডিয়ায় অবস্থিত একটি টেম্পল কমপ্লেক্স এটি। বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে `আঙ্কোরভাট`। অসাধারণ কারুকার্য চোখে পড়বে চারদিকে। অনবদ্য স্থাপত্যের জন্য বিখ্যাত আঙ্কোরভাট। দেয়ালে রয়েছে নানা গল্প ও দেবদেবীর ছবি।
গ্রেট ব্যারিয়ার রিফ :
অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডে অবস্থিত বিশ্বের সবথেকে বড় `কোরাল রিফ` বা প্রবাল দ্বীপপুঞ্জ গ্রেট ব্যারিয়ার রিফ। প্রায় ২৯শ` দ্বীপ নিয়ে তৈরি এটি। এমনকী মহাকাশ থেকেও দেখা যায় গ্রেট ব্যারিয়ার রিফ। যদিও বর্তমানে পরিবেশের প্রভাবে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে প্রবাল।
মাচু পিচু :
লোনলি প্লানেটের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে `মাচু পিচু` পর্বতমালা। পেরুতে অবস্থিত এই পর্বতমালার উচ্চতা সাত হাজার সাত শ ৯০ ফুট। পেরুর কাসকো রিজিয়নে অবস্থিত এটি। এখানেই গড়ে উঠেছিল ইনকা সভ্যতা।
চীনের মহাপ্রাচীর:
এশিয়ার মধ্যে তালিকায় প্রথম নাম চীনের মহাপ্রাচীরের। চীনের নিরাপত্তায় তৈরি করা হয়েছিল বিশাল এই প্রাচীর। চীনের উত্তরের প্রাচীর এটি। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত।
তাজমহল : যুগ যুগ ধরে ভারতের অন্যতম আকর্ষণ তাজমহল। সাদা মার্বেলে তৈরি এই স্মৃতিসৌধ দেখতে ভীড় করেন বিদেশি পর্যটকরা। যমুনা নদীর ধারে অবস্থিত এই স্থাপত্য বিশ্বের অন্যতম একটি স্থাপনা। প্রায় ২০ হাজার শিল্পী তৈরি করেছিলেন তাজমহল। বিশ্বের সপ্তমাশ্চর্যে নাম এসেছে তাজমহলের। আর এবার বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নিলতাজমহল।
এসঅাইএস/এএ/পিআর