এবার চাঁদের আলোয় তাজমহল দেখার সুযোগ


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ আগস্ট ২০১৫

এবার চাঁদের আলোয় সাদা মার্বেলের তাজমহল দেখার সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। এ জন্য তাজমহলের সরকারি ওয়েবসাইটে অনলাইনে টিকিট বুকিং করতে হবে।

এর আগে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত তাজমহল দেখার সুযোগ ছিল পর্যটকদের। তবে সেটার জন্য সশরীরে গিয়ে আগাম টিকিট কাটতে হতো। এবার সেই সুযোগকে আরও সহজ করতে চালু হল ই-বুকিং।

কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে সবমিলিয়ে কোনও পর্যটক ৩০ মিনিট তাজমহলের ভেতরে থাকতে পারবেন। যেদিন রাতের শোভা দেখতে চান পর্যটকেরা, সেদিন বিকেল ৩ টার মধ্যে অনলাইনে টিকিট বুকিং করতে হবে।

আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া জানায়, সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত খোলা থাকবে তাজমহল। পূর্ণিমার আগের দু-দিন ও পরের দু-দিনসহ মাসে মাত্র পাঁচটি রাতে খোলা থাকবে।

রাতে তাজমহল দেখার প্রস্তাব পাস হয়েছে উল্লেখ করে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই অনলাইনে টিকিট পাওয়া যাবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।