আজকের জোকস : ২১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২১ আগস্ট ২০১৫

দুই বন্ধু রনি আর বনির মধ্যে কথা হচ্ছে।
রনি: বল তো, ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?
বনি: এটা তো খুবই সোজা।
রনি: আহা, বল না।
বনি: শোন, পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

***
খোকাবাবু স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইলেন, ‘আজ স্কুলে কী করলে খোকা?’
খোকা সহজভাবে উত্তর দিল ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম মা।
মা তো রেগে আগুন। ‘সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!’
খোকাবাবু নিশ্চিন্তে উত্তর দিল, ‘মামণি, আমি তো সেটার কথাই বলছি।’

***
একবার এক আলোকচিত্রীকে অপদস্থ করতে একজন সমালোচক বললেন, ‘তুমি তো ভালোই ছবি তোলো হে। নিশ্চয়ই খুব ভালো ক্যামেরা ব্যবহার করো?’
আলোকচিত্রী হেসে বললেন, ‘শুনেছি, আপনার স্ত্রীর রান্না খুব ভালো। তিনি নিশ্চয়ই খুব ভালো চুলা ব্যবহার করেন!’

***
একদিন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?’
ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’

***
এক লোক স্টেশনমাস্টারকে বলছেন, ‘ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?’
স্টেশনমাস্টার : সাড়ে ৮টায়।
লোকটি : আর চট্টগ্রামেরটা?
স্টেশনমাস্টার : এগারোটায়।
লোকটি : তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?
এবার স্টেশনমাস্টার বিরক্ত হয়ে গেলেন। তিনি বললেন, আরে এত ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?
লোকটি : না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাব তো…।  

***
এক লোক দোকানে গেছে চা খেতে। চায়ে চুমুক দিতে সে বলল, ‘এহে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!’
দোকানদার নির্বিকার ভঙ্গিতে বলল, ‘তাহলে এইটা চা না, কফি। কারণ আমাদের কফিতে লোকে পেট্রলের গন্ধ পায়!’

***
প্রেমিক–প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাসায়?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান।

***
বলুন দেখি, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী?
সত্য বলে ফেললেই হয়। কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!

***
বলুন তো, ভোটপ্রার্থীরা সব সময় আলাদা আলাদা প্রতীক নেন কেন?
কারণ তারা কখনো একমত হতে পারেন না!

***
নববর্ষের আগের দিন। বিল্টু বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, ‘বিল্টু’।
বিল্টু: কে? কে কথা বলে?
অশরীরী: ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?
সাহস ফিরে পেল বিল্টু। বলল, ‘পুরো বিশ্বভ্রমণ করে আসবে এমন একটা ট্রেন সার্ভিস চালু করে দাও, যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।’
দৈত্য: এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।
বিল্টু: তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।
দৈত্য: ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?

# আজকের জোকস : ২০ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৯ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৮ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৭ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৫ আগস্ট ২০১৫

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।