গভীর সমুদ্রে এলিয়েন! (ভিডিও)


প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ আগস্ট ২০১৫

দেখতে প্রায় অক্টোপাসের মতো। তবে এগুলো অক্টোপাস কি-না তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। গভীর সমুদ্রে এক জাতীয় প্রাণীর সন্ধান মিলেছে যেগুলোর আচরণ অদ্ভুদ ধরনের। তারেদ গতিবিধিও রহস্যজনক। বিজ্ঞানীরা বলছেন, এলিয়েনের মতোই দেখতে। কিন্তু জলজ প্রাণীটি আসলে কী তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না।

প্রাণিবিজ্ঞানীদের মতে, এলিয়েনের মতো দেখতে এই প্রাণীটি খুবই বিরল। সচরাচর চোখে পড়ে না। গোটা একটা শতকে সব মিলিয়ে একশো বারও দেখা গেছে কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সমুদ্র তলদেশে বহু দূরে রাখা একটি ভিডিও ক্যামেরার চোখে ধরা পড়েছে প্রাণীটি। ডিসক আকৃতির, ছোটখাটো চেহারা। চারটে পুরুস্তরে কর্ষিকা রয়েছে। রহস্যজনক এই প্রাণীর ছবি তোলা হয়েছে মেক্সিকোর দূরনিয়ন্ত্রিত অান্ডারওয়াটার ভেহিকল (আরওভি) থেকে।

বিজ্ঞানীরা মনে করছেন, গভীর সমুদ্রের অন্যতম দীর্ঘ অমেরুদণ্ডী শিকারি এরা। মঙ্গলবার (১৮ অাগস্ট) ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন ফিলিপ ট্রুদেউ। আপলোডের পর সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পথে ভিডিওটি।



বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।