বাণী-বচন : ১৯ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:১৬ এএম, ১৯ আগস্ট ২০১৫

বাণী :

ভুল
যার জীবনে যত ভুল তার জীবনে তত মঙ্গল। অন্ধকারের অলিগলি পার হয়েই তো আমরা আলোর সন্ধান পাই। -শেখ সাদী

তোমরা বিশ্বাস কর আমি একটি সত্যকে স্বীকার করছি- যদিও আমি ইউরোপের একজন বিশিষ্ট সৈনিক, তবু আমি দিনে দশটা ভুল করি। -নেপোলিয়ন

মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল।-হোমার

সত্যকে ভালোবাস এবং ভুলকে ক্ষমা করতে শেখ। -পিজে বেইলি

বচন :

আজ রাজা কাল ভিখারী
ফুটানি করে দিন দু’চারি।
অর্থ : কালের আবর্তে ধনী দরিদ্র আবার দরিদ্র ধনী হয়- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।