৬৬টি স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি ও ১৩টি স্থানে হ্রাস


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

দেশের অধিকাংশ স্থানে নদ-নদীর ৬৬টি স্থানে পানি বৃদ্ধি ও ১৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ২টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৬৬টি স্থানে পানি বৃদ্ধি ও ১৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ৩টি স্থানের তথ্য পাওয়া যায়নি।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।