বাংলার প্রেমে বিদেশিনী (ভিডিও)


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৬ আগস্ট ২০১৫

নাম তার প্যাট্রিসিয়া। কিন্তু বাঙালি মেয়ের উপযোগী একটা নাম বেছে নিয়েছেন তিনি। কারণ একটাই- বাংলার প্রেমে পড়েছেন এই পোলিশ তরুণী। শুধু বাংলার প্রেমে পড়েছেন তা নয়; বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে পড়াশোনাও করছেন তিনি। বর্তমানে প্যাট্রিসিয়াকে পোল্যান্ডের সবাই ‘জয়া` নামে চেনে।

জানা যায়, ছোটবেলা থেকেই তার বিভিন্ন দেশ সম্পর্কে জানার বেশ আগ্রহ। এরই ধারাবাহিকতায় একদিন শুরু হয় বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা। বাংলাদেশের জাতীয় সংগীত- ‘আমার সোনার বাংলা` শুনে এতো ভালো লাগলো যে সেই থেকে বাংলা শিখছেন, বাংলায় গান গাইছেন, বাংলাই যেন তার সব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করতে।

বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে পড়াশোনা শুরুর আগে বাঙালি মেয়ের উপযোগী একটা নামও বেছে নেন এই পোলিশ তরুণী। প্যাট্রিসিয়াকে এখন পোল্যান্ডের সবাই ‘জয়া` নামেই চেনে। নিয়মিত বাংলা গান গাইছেন। ‘আমি বাংলায় গান গাই` গানটা গেয়েছেন প্রায় শুদ্ধ উচ্চারণে।



আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।