আজকের জোকস : ১৪ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৪ আগস্ট ২০১৫

গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড দুইজনেই পরীক্ষায় ফেইল করছে। লজ্জা না থাকায় সেই রাতেই দুজন ফোনে কথা বলতেছে।

মেয়ে: জান, আব্বু তো আমাকে বলছে যে পড়ালেখা বন্ধ! আমাকে নাকি রিকশাওয়ালার সাথে বিয়ে দেবে!

ছেলে: চিন্তা কইরোনা, আমার বাপেও আমারে পড়ালেখা ছাইড়া রিকশা চালাইতে কইছে!

***

মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বললেন, ‘ধর, একটা লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোঁড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’

পেছন থেকে এক ছাত্র বলল, ‘তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ।’

****

একজন মুদির দোকানে গেছে, চিনি কিনতে। দোকারদার চিনি প্যাকেট করতে যাচ্ছিল, এমন সময় ...

ক্রেতা: সেকি ! আমিতো আপনাকে চিনি দিতে বলছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?

বিক্রেতা: কই ! আমিতো আপনাকে চিনিই দিচ্ছি।

ত্রেতা: তাহলে বস্তার গায়ে “লবণ” লিখা রয়েছে কেন?

বিক্রেতা: যাতে করে পিঁপড়ারা বুঝতে না পারে!

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।