বাগানে হঠাৎ দু’মুখো সাপের দেখা!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

দু’মুখো সাপ। এমন কথা আমরা মাঝে মধ্যেই বলি। এবার সত্যিকারের দু’ মাথাওয়ালা সাপের দেখা মিলল! এক ভদ্রমহিলা তাঁর বাড়ির বাগানে আচমকাই আবিষ্কার করলেন বিরল প্রজাতির এক দু’মুখো সাপকে।

জানা গেছে, উত্তর ভার্জিনিয়ার একটি বাড়ি সংলগ্ন বাগানে ঘুরে বেড়াচ্ছিল সাপটি। সঙ্গে সঙ্গে বাড়ির মালিক উদ্ধারকারী দলকে খবর দেন। সাপটিকে ভার্জিনিয়ার ওয়াল্ড লাইফ সেন্টার এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সরীসৃপ বিশেষজ্ঞ জেডি ক্লেওফার জানিয়েছেন, এই সাপটি অত্যন্ত বিরল বিষধর ‘ভাইপার স্নেক’ প্রজাতির প্রতিনিধি।
সাপটির বয়স দু’সপ্তাহ। দৈর্ঘ্যে মাত্র ৬ ইঞ্চি। এই ধরনের সাপ বেশিদিন বাঁচে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

যেহেতু দৈর্ঘ্যও খুব কম, তাই বিষধর হওয়া সত্ত্বেও এরা খুব একটা বিপজ্জনকও নয়। সচরাচর এই ধরনের সাপেরা মানুষকে আক্রমণও করে না। কেবল বিরক্ত করলেই তখন প্রত্যাঘাত করা ছাড়া এরা বেশ নিরীহই বলা যায়।

যদি সাপটি বেঁচে থাকে, তাহলে তাকে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জেডি ক্লেওফার।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।