জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাইলে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় পরিচয়পত্র সংশোধন একটি চলমান প্রক্রিয়া। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সারা বছর যে কোনো সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

তবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারলে সংশোধন করা কোনভাবেই সম্ভব নয়। আবার অবাস্তব কোন সংশোধন আবেদন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ec

একটি বিষয় খেয়াল রাখতে হবে যে- তথ্য সংশোধন এবং তথ্য পরিবর্তন কিন্তু এক জিনিস নয়। জাতীয় পরিচয়পত্রে কোন ভুল তথ্য থাকলে উপযুক্ত প্রমাণপত্র দিলে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

ec

অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে এক নাম আছে আর আপনি ওই নামে স্বাক্ষরও করেছেন, কিন্তু আপনার সন্তান তার শিক্ষাগত সনদে আপনার অন্য নাম দিয়েছে। এমন ক্ষেত্রে আপনার তথ্য পরিবর্তনের কোন সুযোগ নেই।

সংশোধনের সুযোগ দেওয়া হয়, যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে। আপনার জাতীয় পরিচয়পত্রে কোন ভুল না থাকলে আপনার জাতীয় পরিচয়পত্রের কোন তথ্য পরিবর্তনের অবকাশ নেই।

ec

জাতীয় পরিচয়পত্রের কোন তথ্যের সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

ec

এমন আবেদনের আবার শ্রেণিবিভাগ রয়েছে। তাই নির্ধারিত শ্রেণিভেদে আবেদন করতে হবে। আবেদনের পর নির্ধারিত কার্য দিবসের মধ্যেই আপনার সংশোধিত পরিচয়পত্র পেয়ে যাবেন।

সূত্র: নির্বাচন অফিস

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।